ভোলায় মেডিকেল কলেজ ও উন্নত চিকিৎসা সেবা প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ভোলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার দাবি নিয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে ভোলা প্রেসক্লাবের সামনে সাংবাদিক সংগঠন ‘জার্নালিস্ট ফোরাম, ভোলা’ আয়োজিত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি পাঠানো হয়। বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. রায়হান কাওসার, জেলা প্রশাসক মো. আজাদ জাহান এবং জেলা পুলিশ সুপার শরীফুল ইসলামের মাধ্যমে স্মারকলিপিটি প্রেরণ করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সুজন ভোলা জেলার সভাপতি মোবাশ্বিরুল্লাহ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসীর আলম রবিন চৌধুরী, ইসলামী আন্দোলনের সেক্রেটারি তরিকুল ইসলাম তারেক, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, এ্যাডভোকেট সাহাদাত হোসেন শাহিন, মনিরুল ইসলাম, এম হেলাল উদ্দিন এবং আরও অনেকে।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহীন কাদের, শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন ও সিনিয়র সহ-সভাপতি এম শাহরিয়ার ঝিলন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন।
বক্তারা বলেন, ভোলার প্রায় ২২ লাখ মানুষ আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৩৭টি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে, যার মধ্যে তত্ত্বাবধায়ক, কনসালট্যান্ট, মেডিকেল অফিসার, সার্জন এবং অন্যান্য বিশেষজ্ঞ পদ অন্তর্ভুক্ত। ৬০টি পদের মধ্যে ২৩ জন চিকিৎসক কর্মরত রয়েছেন।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে মোট ১৩৫টি চিকিৎসকের পদ শূন্য রয়েছে। শিশু ইউনিটে রোগীর সংখ্যা ধারণক্ষমতার তুলনায় বেশি, যার ফলে এক বেডে ৪-৫ জন শিশুকে চিকিৎসা দিতে হচ্ছে, যা অত্যন্ত অস্বাস্থ্যকর এবং ঝুঁকিপূর্ণ।
বক্তারা আরও বলেন, ভোলা সদর হাসপাতাল ২০১৯ সালে ২৫০ শয্যায় উন্নীত হলেও বর্তমানে ১০০ শয্যার জনবল দিয়ে পরিচালিত হচ্ছে। তারা দ্রুত জনবল সংকট সমাধান, চিকিৎসা অবকাঠামোর উন্নয়ন এবং মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানান।
বক্তারা প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে ভোলার মানুষও আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না থাকে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta