অসুস্থ বাবা মেয়েকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে চলে গেলেন না ফেরার দেশে
পটুয়াখালীর বাউফলের এসএসসি পরীক্ষার্থী তাসফিয়া আজ সকালে তার গুরুতর অসুস্থ বাবাকে বাসায় রেখে চোখের জল মুছে প্রবেশ করে পরীক্ষার হলে। পরীক্ষা চলাকালীন সময়েই না ফেরার দেশে পাড়ি জমান তার বাবা। তবে পরীক্ষা চলাকালীন হলে থাকা তাসফিয়া এখনও জানে না যে তার বাবা আর বেঁচে নেই।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে তাসফিয়া পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় তার বাবা মাহবুবুর রহমান হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে মাটিতে পড়ে যান। স্বজনরা দ্রুত তাকে একটি গাড়িতে করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাসফিয়াও সঙ্গে ছিলেন। বাবার অনুরোধেই সে পরীক্ষার কেন্দ্রে চলে যায়। এ সময়েই মাহবুবুর রহমান মারা যান। তিনি কালিশুরী এস.এ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ছিলেন এবং তার বাড়ি উপজেলার ভড়িপাশা গ্রামে।
জানা গেছে, হাসপাতালে যাওয়ার পথে তাসফিয়াকে পরীক্ষা কেন্দ্রে নামিয়ে দেন মাহবুবুর রহমান। বাবার ইচ্ছাতেই সে পরীক্ষার হলে প্রবেশ করে। কিছুক্ষণ পর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মেয়েটি এখনও বাবার মৃত্যুর খবর জানে না।
তাসফিয়া কালিশুরী এস.এ ইনস্টিটিউশন থেকে এসএসসি দিচ্ছে। তার বাবা প্রয়াত মাহবুবুর রহমান ছিলেন একই স্কুলের প্রধান শিক্ষক। মেয়ে পরীক্ষার্থী হওয়ায় মানবিক বিবেচনায় তিনি এবার কেন্দ্র সচিবের দায়িত্ব নেননি।
বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু ইউসুফ জানান, স্যার সবসময় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ভাবতেন। আজ নিজের মেয়েকে পরীক্ষার হলে পাঠিয়ে চিরতরে বিদায় নিয়েছেন—এটা মেনে নেওয়া খুবই কষ্টকর। তার মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta