কুমিল্লায় ভুয়া শিশু খাদ্য তৈরির কারখানায় অভিযান; অর্থদণ্ড আদায়
কুমিল্লায় নকল শিশু খাদ্য ও জুস উৎপাদনের অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
সেইসঙ্গে কারখানাটি বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিকেলে লাকসাম পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এস.এস ওয়ার্কশপের পেছনে গোপনে চালানো কারখানায় এ অভিযান পরিচালিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ এবং সেনাবাহিনীর ক্যাপ্টেন সৈকতের নেতৃত্বে।
সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ নকল ও অনিরাপদ খাদ্য সামগ্রী জব্দ ও ধ্বংস করা হয়। উদ্ধার হওয়া ভুয়া পণ্যের মধ্যে ছিল ‘ডিঙ্কো’, ‘ম্যাংগো’, ‘আনিসা’, ‘ফ্রুটু’ ব্র্যান্ডের জুস, বিভিন্ন ধরনের চাটনি ও আচার, ‘শাহজালাল চাটনি’, ‘লেক্সাস বিস্কুট’ ও ‘দুপ মশার কয়েল’। এসব পণ্যে ব্যবহৃত হতো ক্ষতিকর কেমিক্যাল ও রং, আর মোড়কে থাকত ভুয়া বিএসটিআই সিল।
ইউএনও কাউছার হামিদ জানান, কারখানার মালিক রেজাউল করিম রতন ঢাকার চকবাজার থেকে জাল মোড়ক এনে এসব ভেজাল পণ্য তৈরি করে বাজারজাত করতেন। অভিযানে তিনি নিজ দোষ স্বীকার করেছেন।
স্থানীয়রা জানান, বহুদিন ধরেই এস.এস ওয়ার্কশপের আড়ালে এই ভেজাল খাদ্য উৎপাদন চলছিল। অভিযানের পর জব্দকৃত পণ্য ধ্বংস করে কারখানাটি সিলগালা করা হয়েছে এবং মালিক রতনকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta