শ্যামনগরে স্বজনপ্রীতির অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৮ সদস্যের পদত্যাগ
সাতক্ষীরার শ্যামনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্যামনগর উপজেলা শাখার কমিটি গঠনে স্বজনপ্রীতি ও অগণতান্ত্রিক আচরণের অভিযোগ তুলে ৭৬ সদস্য বিশিষ্ট কমিটি থেকে সংগঠনের ৪৮ জন সদস্য পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১২টায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. মাসুম বিল্লাহ বলেন, ০৭/০৪/২০২৫ তারিখে সাতক্ষীরা জেলা কমিটির স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে শ্যামনগর উপজেলা কমিটির ৭৬ সদস্যের একটি তালিকা প্রকাশ করা হয়।
তিনি জানান, এই কমিটি গঠনের আগে মাঠ পর্যায়ের সদস্যদের মতামত নেওয়া হয়নি, এবং দীর্ঘদিন ধরে সংগঠনের আদর্শে কাজ করা প্রকৃত ছাত্রনেতাদের বাদ দেওয়া হয়েছে।
এছাড়া, তিনি অভিযোগ করেন, সুবিধা পাওয়ার জন্য অনেক ত্যাগী নেতাকর্মীকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে এবং আন্দোলনে না থাকা ব্যক্তিরা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন মাসুম মোল্লা, বেলাল হোসেন, জাহিদ হোসেন, আব্দুল্লাহ আল সিয়াম, মুলতানিম রহমান (সাদিক), আল শাহরিয়ার (রোকন)।
তাদের বক্তব্য অনুযায়ী, বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের একতা গঠন করাই ছিল সংগঠনের মূল উদ্দেশ্য। দুর্ভাগ্যবশত, সেই আদর্শে অবক্ষয় ঘটেছে। তারা শুধু পদত্যাগ করেই থামবেন না, বরং সংগঠনের মূল উদ্দেশ্য রক্ষায় নতুনভাবে সংগঠিত হবেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta