কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় তাবলিগ জামায়াতের আমীর নিহত
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তাবলিগ জামায়াতের আমীর আবুল বাসার (৬৫) মারা গেছেন।
বুধবার (৯ এপ্রিল) কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, মঙ্গলবার রাত ৮টার দিকে শ্রীরামদী পুরাতন আলু স্টোর বাজারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। নিহত আবুল বাসার পৌরসদরের আনোয়ারখালী এলাকার বাসিন্দা ছিলেন এবং তাবলিগ জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, রাতের দিকে আবুল বাসার শ্রীরামদী আলু স্টোর বাজারে যান। এ সময় কিশোরগঞ্জ থেকে গাজীপুরগামী একটি দ্রুতগামী সিএনজি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশের জমিতে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বুধবার সকাল ৭টার দিকে তিনি মারা যান।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন তাবলিগ জামায়াতের আমীর আবুল বাসারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta