নিহত ছাত্রদল নেতার হত্যা মামলা: পুলিশের হাতে ৩ আসামী গ্রেফতার
ভোলার মনপুরা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণ কাজকে কেন্দ্র করে বিরোধের জেরে ছাত্রদল নেতা মো. রাশেদ হত্যার মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার গুলশান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন মিঝি, মো. হালিম মিঝি এবং মো. করিম মিঝি।
বুধবার (৯ এপ্রিল) সকালে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।
তিনি জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, ১৯ মার্চ মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নুর উদ্দিন মার্কেট এলাকায় বেড়িবাঁধ নির্মাণ কাজের সময় স্থানীয় বিএনপি দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ গুরুতর আহত হন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের ভাই ২০ মার্চ মনপুরা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিরা পলাতক ছিল।
প্রকাশিত: | By Symul Kabir Pranta