টাংগুয়ার হাওরে অভিযান, ৬ লাখ টাকার জাল পুড়িয়েছে আগুন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে অবৈধভাবে মাছ ধরার জন্য ব্যবহৃত ৬ লক্ষাধিক টাকার রিং চাই ও ১০০০ মিটার কোনা জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলেছে। গত মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে হাওরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রামসার সাইট হিসেবে পরিচিত টাংগুয়ার হাওরের বিভিন্ন জায়গায় স্থানীয় জেলেরা মাছ শিকার করছে। গোপন খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেমের নেতৃত্বে ও আনসার ভিডিপির প্রশিক্ষক মো. হাসিবুল তারেক ও গোলাবাড়ী আনসার ক্যাম্পের সদস্যদের সমন্বয়ে অভিযান শুরু হয়। অভিযানে ২০০০ মিটার রিং চাই ও ১০০০ মিটার কোনা জাল উদ্ধার করা হয়। এসময় জেলেরা পালিয়ে যায়। উদ্ধার হওয়া জালের আনুমানিক মূল্য ৬ লাখ টাকারও বেশি। পরে গোলাবাড়ী আনসার ক্যাম্পের সামনে জনসমক্ষে আগুন দিয়ে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
আনসার ভিডিপির প্রশিক্ষক মো. হাসিবুল তারেক এর সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানিয়েছেন, টাংগুয়ার হাওরে যারা আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাওরের মাছ, পাখি এবং জীববৈচিত্র্য রক্ষা করার জন্য আমাদের কঠোর নজরদারি রয়েছে। পাশাপাশি অনিয়ম রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta