মোংলায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভ
ফিলিস্তিনের গাজায় চলমান বর্বর গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন জাগ্রত করতে ঘোষিত বিশ্বব্যাপী হরতাল কর্মসূচির প্রতি সম্পূর্ণ সমর্থন জানিয়ে এবং প্রতিবাদী স্লোগানসহ ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল করেছে মোংলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টায় মোংলা মহিলা কলেজ, সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজ, মোহসিনিয়া আলিম মাদ্রাসা ও মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিক্ষোভে অংশ নেয়। পরে তারা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে পথসভা অনুষ্ঠিত করেন।
শিক্ষার্থীরা "গাজা জ্বলছে, বিশ্ব চুপ কেন?", "ফিলিস্তিনের শিশুরা, রক্ষা পাক", "ইসরাইলি বর্বরতা, বন্ধ করো"সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানসহ ব্যানার ও ফেস্টুন নিয়ে রাস্তায় নেমে আসেন। এ সময় তাদের কণ্ঠে "গাজা ইজ ব্লিডিং", "স্টপ কিলিং ইনোসেন্ট পিপল", "ফ্রি ফিলিস্তিন"সহ নানা প্রতিবাদী স্লোগান শোনা যায়। তারা উপজেলা পরিষদের প্রধান ফটক ও পৌর মার্কেটের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। শিক্ষার্থীরা শুধুমাত্র ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে নয়, বরং বিশ্বের নীরবতার প্রতিবাদও করেন। তাদের দাবি ছিল, "ইসরাইলি পণ্য বর্জন করো, গণহত্যার বিরুদ্ধে দাঁড়াও।"
শিক্ষার্থীরা বলেন, গাজায় চলমান ইসরায়েলি হামলা, শিশু ও নারী হত্যার ঘটনা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস—এগুলো এক অমানবিক গণহত্যার চিত্র। বিশ্বের সচেতন মানুষ আজ এই অন্যায়ের বিরুদ্ধে একত্রিত হয়েছে। এ সময় তারা ইসরায়েলের আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান।
শিক্ষার্থীরা আরও বলেন, ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। গাজায় ইসরায়েলি বাহিনী নির্বিচারে নারী, শিশু এবং নিরীহ মানুষের প্রাণ নিচ্ছে, যা বন্ধ করা উচিত। পাশাপাশি আমরা বাংলাদেশের বাজারে ইসরায়েলের সকল পণ্য নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।
প্রকাশিত: | By Symul Kabir Pranta