জয়পুরহাটে বিজিবির মাদক বিরোধী অভিযান, ফেন্সিডিলসহ গ্রেফতার ১
জয়পুরহাট সদর উপজেলার কল্যাণপুর ভারতীয় সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিলসহ নাসিম হোসেন (২৫) নামের এক মাদক চোরাকারবারিকে আটক করেছে ১৪ বিজিবি সদস্যরা।
আটক চোরাকারবারি নাসিম হোসেন (২৫) জয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে বলে জানিয়েছে বিজিবি। বুধবার (৯ এপ্রিল) সকাল ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন পত্নীতলা ১৪ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৯ এপ্রিল) ভোরে কড়িয়া ১৪ বিওপির টহল কমান্ডার নায়েক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭৭/৬-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কল্যাণপুর মাওয়ালী পাড়া মাঠে অভিযান চালায়। ওই অভিযানে ৫১৩ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১টি মোবাইল এবং ২টি সিম কার্ডসহ নাসিম হোসেনকে আটক করা হয়।
অভিযানে টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যান্য চোরাকারবারিরা পালিয়ে যায়। আটক ও পলাতক আসামির বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি আরও জানান, সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta