গাজায় ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে সায়েন্সল্যাবে প্রতিবাদ মিছিল
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির আওতায় বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা।
সোমবার (৭ মার্চ) সকাল ১১টা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সায়েন্সল্যাব এলাকায় তিনটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি মিছিল সায়েন্সল্যাব মোড় থেকে শুরু হয়ে বাটা সিগন্যালে গিয়ে শেষ হয়েছে।
বেসরকারি প্রতিষ্ঠান স্টার টেকের কর্মীরা বিক্ষোভে অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানটির একজন কর্মী বলেন, ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ রাস্তায় নেমেছি। গাজায় ইসরায়েলি বাহিনী যেভাবে সাধারণ মানুষকে নির্মমভাবে আক্রমণ করছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, শিশু, নারী ও নিরীহ মানুষের ওপর ইসরায়েলি হামলা আজ মানবতার মূল প্রশ্নে পরিণত হয়েছে। অথচ আজ বিশ্ব নীরব। কোথায় গেল সেই মানবতা, কোথায় গেল নৈতিকতা?
বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’ সহ বিভিন্ন স্লোগান শোনান। শান্তিপূর্ণ এ কর্মসূচি চলাকালে সড়কে যান চলাচলে সামান্য বিঘ্ন ঘটে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।
অন্যদিকে, বেলা ১১টা ২৫ মিনিটে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব এলাকায় আসেন।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয় এবং পরে তারা সায়েন্সল্যাব এলাকায় এসে যোগ দেন।
তারা বলেন, ইসরায়েলি বাহিনী গাজায় নির্বিচারে মানুষ হত্যা করছে। তাদের এই বর্বরতা দেখে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী ক্ষুব্ধ ও মর্মাহত। তারা চান, দ্রুত বিশ্ববাসী এ গণহত্যা বন্ধ করুক।
উল্লেখ্য, ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta