‘মার্চ ফর গাজা’ কর্মসূচি নিয়ে আজহারীর যে বার্তা
ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার (১২ এপ্রিল) ‘মার্চ ফর গাজা’ শীর্ষক এক প্রতিবাদ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচি শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে মাগরিবের নামাজের আগ পর্যন্ত।
শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এই কর্মসূচির আয়োজন করেছে 'প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ' নামের একটি সংগঠন। এতে অংশগ্রহণ বাড়াতে জুমার খুতবায় মুসল্লিদের উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী।
শুক্রবার সকাল ১০টা ৩৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অনুরোধ জানান।
পোস্টে আজহারী লেখেন, সম্মানিত খতিবগণের কাছে বিনীত অনুরোধ— আজকের জুমার খুতবায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে মুসল্লিদের উৎসাহিত করুন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta