নাটোরে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে গৃহবধূকে কুপিয়ে জখম
নাটোরের গুরুদাসপুরে দুই সন্তানের মায়ের ওপর ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিবেশী জাকারিয়া হোসেন (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে ঝড়বৃষ্টির সময় উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালি গ্রামে। জাকারিয়া বিয়াঘাট গ্রামের আমির হোসেনের ছেলে।
স্থানীয় সোলেমান আলী ওই গৃহবধূর উদ্ধৃতি দিয়ে জানান, গৃহবধূ তার বাড়ির পাশের পুকুর থেকে হাঁসের খাদ্য শামুক সংগ্রহ করতে গিয়েছিলেন। এ সময় জাকারিয়া ভুট্টাক্ষেত থেকে ঘাস কেটে পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে একা পেয়ে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে জাকারিয়া। নিজেকে রক্ষা করতে গিয়ে গৃহবধূ জাকারিয়ার হাতে থাকা ঘাস কাটার কাঁচি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, রক্তাক্ত অবস্থায় গৃহবধূ সোলেমান আলীর বাড়ির উঠানে এসে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গৃহবধূর গলায়, কানের নিচে, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। ভুট্টাক্ষেতের মাটি ও রক্তের চিহ্ন পাওয়া গেছে।
অভিযুক্ত জাকারিয়ার শ্বশুর জব্বার আলী জানান, তার জামাই বিয়ের পর থেকেই তার বাড়িতে ঘরজামাই হিসেবে থাকেন। সে কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী এবং ছাগলের জন্য ঘাস সংগ্রহ করতে মাঠে গিয়েছিল। পরে লোকমুখে গৃহবধূকে কোপানোর খবর শুনেছেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারোয়ার হোসেন বলেন, এই ঘটনার বিষয়ে এখনও কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মো. আখলাকুজ্জামান
প্রকাশিত: | By Symul Kabir Pranta