হলিউড সিনেমায় রোনালদো
ফুটবল মাঠে সাফল্যের পর এবার সিনেমার জগতে নিজের প্রতিভা প্রদর্শন করতে যাচ্ছেন পর্তুগালের ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
হলিউডের বিখ্যাত পরিচালক ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে তিনি প্রতিষ্ঠা করেছেন নতুন প্রোডাকশন হাউস ইউআরমার্ভ (URMarv)। এর মাধ্যমে এবার সিনেমার দুনিয়ায় পা রাখতে চলেছেন এই ফুটবল কিংবদন্তি।
এখন পর্যন্ত ফ্যাশন, পারফিউম, ফিটনেস এবং হোটেল ব্যবসায় তার ব্র্যান্ড বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন রোনালদো। এখন তার লক্ষ্য চলচ্চিত্র শিল্পে নিজেকে প্রতিষ্ঠিত করা। ইউআরমার্ভ স্টুডিও তার বিশ্বজনীন জনপ্রিয়তা এবং ম্যাথিউ ভনের অভিজ্ঞতাকে একত্রিত করে খেলাধুলা ও সিনেমা জগতকে নতুনভাবে তুলে ধরবে।
সম্প্রতি এক সামাজিক মাধ্যম পোস্টের মাধ্যমে রোনালদো আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের ঘোষণা দিয়েছেন। গত বছরই রোনালদো তার নিজস্ব ইউটিউব চ্যানেল শুরু করেন এবং কয়েক ঘণ্টার মধ্যে ইউটিউবের ইতিহাসে সর্বাধিক ভিউ ও সাবস্ক্রাইবারের রেকর্ড ভেঙে ফেলেন। এবার তিনি বড় পর্দায়ও রেকর্ড ভাঙার স্বপ্ন দেখছেন।
এক বিবৃতিতে রোনালদো বলেন, 'এটি আমার জীবনের একটি রোমাঞ্চকর অধ্যায়, নতুন ব্যবসায়িক উদ্যোগের দিকে এগিয়ে যাওয়ার এই সময়টা আমার জন্য অত্যন্ত উত্তেজনাকর।'
ম্যাথিউ ভন এক বিবৃতিতে বলেন, 'ক্রিস্টিয়ানো মাঠে এমন সব গল্প সৃষ্টি করেছেন যা আমি কখনোই লিখতে পারতাম না। তার সঙ্গে অনুপ্রেরণামূলক সিনেমা তৈরি করতে আমি মুখিয়ে আছি—সে সত্যিকার অর্থে একজন সুপারহিরো।'
লক, স্টক অ্যান্ড টু স্মোকিং বারেলস, এক্স-ম্যান: ফার্স্ট ক্লাস এবং কিংসম্যান সিরিজের পরিচালক হিসেবে পরিচিত ম্যাথিউ ভন, সর্বশেষ ২০২৪ সালে স্পাই থ্রিলার 'আর্গাইল' নির্মাণ করেন, যেখানে অভিনয় করেছেন হেনরি ক্যাভিল ও ব্রাইস ডালাস হাওয়ার্ড।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এবং বিশ্বের অন্যতম ধনী ক্রীড়াব্যক্তিত্ব রোনালদো প্রায়ই ফুটবল-পরবর্তী জীবন নিয়ে কথা বলেন। তিনি অনেকবার বলেছেন, ফুটবলের পর কোচিংয়ের পরিবর্তে ব্যবসায়িক দিকে মনোযোগ দিতে চান।
তার এই নতুন স্টুডিও ফুটবলপ্রেমী এবং চলচ্চিত্র দর্শকদের জন্য বড় কোনো উপহার নিয়ে আসবে কি না, সেটাই এখন দেখার বিষয়!
প্রকাশিত: | By Symul Kabir Pranta