“আলেম ওলামাকে জঙ্গি বানানোর চেষ্টা করছে প্রথম আলো এবং ডেইলি স্টার”
প্রথম আলো পত্রিকাকে 'প্রতারক আলো' এবং ডেইলি স্টার পত্রিকাকে 'দিল্লি স্টার' হিসেবে উল্লেখ করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা'র সহযোগী সংগঠন জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী বলেছেন, ভারতীয় প্রভাবাধীন প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা ইসলাম বিরোধী এবং মুসলিম বিদ্বেষী। তাদের হলুদ সাংবাদিকতার মাধ্যমে আলেম-ওলামাদের জঙ্গি হিসেবে উপস্থাপন করা হচ্ছে। কার্টুন ও প্রতিবেদনের মাধ্যমে তারা নিয়মিত ইসলামকে উপহাস করে। আওয়ামী লীগের পুনর্বাসনের উদ্দেশ্যে তারা ৫ আগস্টের পরেও বিএনপি, জামায়াত, শিবিরসহ গণতন্ত্রপন্থী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশের মানুষের মধ্যে ইসলামফোবিয়া এবং ভারতীয় সংস্কৃতির প্রচার চালাচ্ছে। প্রথম আলো ও ডেইলি স্টার আসলে হিন্দুস্তানের প্রতিনিধিত্ব করছে।
এটি আজ ১১ এপ্রিল শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাগপা ছাত্রলীগ আয়োজিত “ইসলাম বিরোধী, মুসলিম বিদ্বেষী এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনাকারী ও হিন্দুস্তানের মুখপত্র প্রথম আলো ও ডেইলি স্টার বর্জনের দাবিতে” মানববন্ধনের সভাপতির বক্তব্যে বলেন।
মানববন্ধন থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়, যেন তারা প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকাগুলো বর্জন করে।
জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীবন আহমেদ অভি'র সঞ্চালনায় বক্তব্য রাখেন জাগপা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, জাগপা ছাত্রলীগ সহ-সভাপতি রেজাউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দপ্তর সম্পাদক মো. মাহবুব আলম, কেন্দ্রীয় নেতা আল-আমিন রেজা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, ভাসানী ছাত্র পরিষদ সভাপতি মোশাররফ হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের মহাসচিব আমির জিহাদি, বাংলাদেশ ছাত্রমিশন কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জালাল আহমেদ, ভাসানী ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতা ছাত্রনেতা মো. আজম প্রমুখ।
প্রকাশিত: | By Symul Kabir Pranta