উত্তরায় হোটেল থেকে নারীসহ ১৫ জন আটক
রাজধানীর উত্তরা এলাকায় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে সাতজন নারীসহ মোট ১৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে মাদকসামগ্রীও জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে ওই হোটেলে অভিযান চালানো হয়। অভিযানে অসামাজিক কর্মকাণ্ডের নানা উপকরণ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, স্পা সেন্টারের আড়ালে সেখানে অনৈতিক কার্যকলাপ চলছিল। জড়িতদের থানায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে ওসি হাফিজুর রহমান বলেন, উত্তরায় এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। সুন্দর ও নিরাপদ উত্তরা গঠনে সবার সহায়তা কামনা করছি।
প্রকাশিত: | By Symul Kabir Pranta