নববর্ষের ‘মঙ্গল শোভাযাত্রার’ নাম পরিবর্তিত হয়েছে
দীর্ঘকাল ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে যা নববর্ষের শোভাযাত্রা বের হত, এবার তার নাম পরিবর্তন করা হয়েছে। আজ শুক্রবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ এই তথ্য জানান। নতুন নাম হচ্ছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনের নানা বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য-সচিব ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, শোভাযাত্রার উপ-কমিটির সদস্য-সচিব অধ্যাপক এ এ এম কাওসার হাসান, প্রক্টর সাইফুদ্দীন আহমদ এবং কেন্দ্রীয় সমন্বয় কমিটি ও উপ-কমিটিসমূহের সদস্যবৃন্দ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা নববর্ষ উদযাপনে এক উৎসবমুখর ও বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করে থাকে। এটি দেশের সাংস্কৃতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিশেষ গুরুত্ব বহন করে। প্রতি বছরের মতো এবারও চারুকলা অনুষদ পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করবে এবং তার জন্য শোভাযাত্রার প্রস্তুতি চলছে।
এ বছর শোভাযাত্রাটি অন্যান্য বছরের চেয়ে আরো বৃহৎ, বর্ণাঢ্য এবং আড়ম্বরপূর্ণ হবে। শোভাযাত্রায় বিভিন্ন জাতিসত্তার মানুষের অংশগ্রহণ থাকবে।
এছাড়া রবিবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হবে চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান।
প্রকাশিত: | By Symul Kabir Pranta