সাগরে নিম্নচাপের পূর্বাভাস, হতে পারে বৃষ্টি ও শিলাবৃষ্টি
দেশের তিনটি বিভাগ ও ছয়টি জেলার ওপর মৃদু তাপপ্রবাহ চলমান রয়েছে, যার ফলে ঢাকায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। এই তাপপ্রবাহের মাঝেই দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘু চাপের সৃষ্টি হতে পারে, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জানা গেছে, লঘু চাপের প্রভাব পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের এলাকাসহ বিস্তৃত হতে পারে। মৌসুমী স্বাভাবিক লঘু চাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় তীব্র বাতাস ও বজ্রপাতসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ঢাকা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাঙামাটি, ফেনী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর যে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
প্রকাশিত: | By Symul Kabir Pranta