দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা: সায়েন্সল্যাবে প্রতিবাদ মিছিল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকার সাইন্সল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা।
সোমবার সকাল ১১টা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সায়েন্সল্যাব এলাকায় তিনটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি মিছিল সায়েন্সল্যাব মোড় থেকে শুরু হয়ে বাটা সিগন্যালে গিয়ে শেষ হয়েছে।
বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’ সহ নানা স্লোগান দেন। শান্তিপূর্ণ এই প্রতিবাদ চলাকালে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলে সমস্যা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া স্টারটেকের একজন কর্মী বলেন, আমরা ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে আজ রাস্তায় নেমেছি। গাজায় ইসরায়েলি বাহিনী সাধারণ মানুষদের ওপর যেভাবে আক্রমণ করছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, শিশু, নারী ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলা আজ মানবতাকে প্রশ্নের মুখে ফেলেছে। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় গেল সেই মানবতা, কোথায় গেল নৈতিকতা?
এছাড়া, ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta