একসাথে চুরি হলো সাফারি পার্কের তিনটি লেমুর!
গাজীপুর সাফারি পার্ক থেকে আফ্রিকান তিনটি লেমুর চুরি হয়ে গেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
পার্ক কর্তৃপক্ষ জানায়, ২২ মার্চ রাতের বেলা পার্কে থাকা দুটি শাবক এবং একটি প্রাপ্তবয়স্ক লেমুর চুরি হয়ে যায়। যদিও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, তবে এখনও কোনো কার্যকর পদক্ষেপ বা অগ্রগতি দেখা যায়নি।
সূত্র থেকে জানা গেছে, ২০১৮ সালের ৬ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাচারকালে বিপন্ন ২০২ জোড়া পাখি ও বন্যপ্রাণী উদ্ধার করা হয়। এর মধ্যে ছিলো লাভবার্ড, কাকাতুয়া, ম্যাকাও, ময়ুর, দুটি লেমুরসহ আরও কিছু প্রাণী।
উদ্ধার হওয়া এসব প্রাণী পরে সাফারি পার্কে পাঠানো হয়। ওই লেমুর জোড়াটি পার্কে প্রথমবার বাচ্চা দেয়। তবে ২০২২ সালে একটি লেমুর মারা যায়। এখন, এই তিনটি লেমুরের চুরি হওয়ার পর পার্কের বেষ্টনী পুরোপুরি খালি হয়ে গেছে।
বন বিভাগের দাবি, বর্তমানে পার্ক থেকে এই লেমুর চুরির পর দেশের কোথাও আর কোনো লেমুর অবশিষ্ট নেই।
পার্ক সংশ্লিষ্টরা জানান, ৫ আগস্টের পর থেকে সাফারি পার্কে নানা ধরনের অব্যবস্থা চলছিল। একের পর এক মূল্যবান প্রাণী চুরির ঘটনায় বন বিভাগের কিছু কর্মচারীর সম্পৃক্ততার সন্দেহ রয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
কিছু মাস আগে দুটি ম্যাকাও পাখিও চুরি হয়েছিল। এবার তিনটি আফ্রিকান লেমুর চুরি হলো। একের পর এক চুরির ঘটনায় সাফারি পার্কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta