বংশালে লেপ-তোষকের দোকানে আগুন, ১ জন নিহত
ঢাকার বংশাল এলাকার একটি পাঁচ তলা ভবনের নিচতলায় লেপ-তোষকের দোকানে আগুন লেগেছে। এতে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং ১৮ জন দগ্ধ ও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এটি ঘটে সোমবার, পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর ৪টা ১০ মিনিটে নাজিমউদ্দিন রোডের একটি দোকানে আগুন লাগার খবর পায়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৪টা ১২ মিনিটে।
৭টি ইউনিটের চেষ্টায় আগুন ভোর ৪টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে আসে এবং সম্পূর্ণভাবে নির্বাপণ হয় ভোর ৫টা ১২ মিনিটে। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ও লালবাগের ২টি ইউনিট এতে অংশগ্রহণ করে।
এই অগ্নিকাণ্ডে একজন মারা গেছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ১৮ জন দগ্ধ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta