ফের আলোচনা করতে যাচ্ছেন ট্রাম্প-নেতানিয়াহু
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও হোয়াইট হাউসে বৈঠকে বসতে যাচ্ছেন। বৈঠকটি আগামীকাল সোমবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউসের একটি কর্মকর্তা এবং নেতানিয়াহুর দফতর। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান, বার্তা সংস্থা এপি এবং কাতারভিত্তিক আল-জাজিরা তাদের খবরে এই তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, বৈঠকে আলোচনা হওয়ার বিষয়গুলোর মধ্যে ট্রাম্পের ইসরায়েলি পণ্যের ওপর ১৭% শুল্ক আরোপ, গাজা পরিস্থিতি, ইরান বিষয়ক সমস্যা এবং অস্ত্র সহায়তার আলোচনা অন্তর্ভুক্ত হবে।
নেতানিয়াহুর জেরুজালেম অফিস থেকে জানানো হয়েছে, “শুল্ক, গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার প্রচেষ্টা, ইসরায়েল-তুরস্ক সম্পর্ক, ইরানি হুমকি এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে লড়াই” নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন তিনি।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি তাদের দ্বিতীয় বৈঠক হতে যাচ্ছে। এই বৈঠক এমন সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন ইসরায়েল গাজায় নতুন নিরাপত্তা করিডোরে সৈন্য মোতায়েন করেছে, যা হামাসকে চাপে রাখার একটি কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে। নেতানিয়াহুর প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ইসরায়েল গাজার বড় একটি অংশ দখল করে সেগুলোকে 'নিরাপত্তা অঞ্চল' হিসেবে গড়ে তুলবে।
গত মাসে, হামাসকে নতুন যুদ্ধবিরতি চুক্তি মানতে বাধ্য করতে ইসরায়েল গাজায় আকস্মিক বিমান হামলা চালায়, যার ফলে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ হয়। এই পদক্ষেপের পর হোয়াইট হাউস সমর্থন জানায়। এরপর থেকে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইসরায়েল ঘোষণা করেছে যে, তারা গাজায় যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ না হামাস ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় অপহৃত সব বন্দিকে ফিরিয়ে দেয়, অস্ত্র সমর্পণ করে এবং অঞ্চলটি ছেড়ে যায়। বর্তমানে গাজায় খাদ্য, জ্বালানি এবং মানবিক সাহায্য প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান, এপি, আল-জাজিরা
প্রকাশিত: | By Symul Kabir Pranta