লোহগড়ার গৌরসুন্দর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীণ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান সুখছড়ী গৌরসুন্দর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীণ বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়েতের আমির ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দেশ টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক আবদুর রহমান। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক, পরিচালনা কমিটির সদস্যগণ, শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta