ইসরায়েলে হুথিদের মিসাইল হামলা
যুক্তরাষ্ট্রের টানা বিমান হামলার মাঝেও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের তেল আবিবের আশপাশে একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে হুথি জানায়, প্রজেক্টাইল এবং ড্রোন ব্যবহার করে তারা এ হামলা চালায় এবং অভিযানে একটি মার্কিন যুদ্ধজাহাজকেও টার্গেট করা হয়।
তাদের দাবি, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ইউএভি ইউনিট ইসরায়েলের একটি সামরিক স্থাপনায় 'ইয়াফা' ড্রোন দিয়ে সফল হামলা চালিয়েছে।
হুথি গোষ্ঠী এই আক্রমণকে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধযোদ্ধাদের বিজয় হিসেবে উল্লেখ করে জানায়, এটি গাজায় ইসরায়েলের চলমান হামলার প্রতিক্রিয়া এবং আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধ।
তারা আরও জানায়, ইয়েমেনের জনগণের ওপর মার্কিন হামলা ও নির্যাতনের জবাবে আমাদের বাহিনী লোহিত সাগরে একটি শত্রুপক্ষের যুদ্ধজাহাজকে টার্গেট করেছে।
২০২৩ সালের নভেম্বর থেকে হুথি বিদ্রোহীরা লোহিত সাগর, আরব সাগর, বাব আল-মান্দেব এবং এডেন উপসাগরের জলসীমায় ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে। গাজায় মানবিক সহায়তা বন্ধের পর তাদের আক্রমণ আরও জোরালো হয়েছে।
সূত্র: প্রেস টিভি
প্রকাশিত: | By Symul Kabir Pranta