কুড়িগ্রামে ভূমি অধিগ্রহণের আর্থিক সহায়তার চেক প্রদান
কুড়িগ্রামে ভূমি অধিগ্রহণের আওতায় জমির মালিকদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম-দাশেরহাট বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পের অধিগ্রহণ করা জমির মালিকদের মাঝে মোট প্রায় ১ কোটি টাকার চেক প্রদান করা হয়।
সোমবার (৭ এপ্রিল) বিকাল ৫টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে এই চেক বিতরণ করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
চেক বিতরণকালে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, "যদি কেউ ভূমি অধিগ্রহণের টাকা নিতে গিয়ে কোনো ধরনের হয়রানি বা প্রতারণার শিকার হন, তবে তিনি আমার কাছে অভিযোগ জানাতে পারেন। অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুজ্জামান রিশাদ, কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, ভূমি অধিগ্রহণ শাখার প্রশাসনিক কর্মকর্তা মো. উমর ফারুক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta