ইয়েমেনে একদিনে ৩০টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র এক দিনেরও কম সময়ে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে প্রায় ৩০টি বিমান হামলা পরিচালনা করেছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, সানায় ফিলিস্তিনি সমর্থক কর্মকাণ্ড বন্ধ করতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই কৌশল অবলম্বন করেছে।
ইয়েমেনি সূত্রের খবর অনুযায়ী, মার্কিন বিমান বাহিনী মঙ্গলবার সানা প্রদেশে ১১টি বিমান হামলা চালিয়েছে। মূলত বানি হুশাইশ এবং সানহান অঞ্চলকে লক্ষ্য করে এই হামলা করা হয়।
এছাড়া, মার্কিন হামলা ইয়েমেনের পূর্ব দিকে আরও ছড়িয়ে পড়ে। মাজজার এবং জাওবা প্রদেশসহ মা'রিবে ১৩টি হামলা চালানোর খবর পাওয়া গেছে।
পশ্চিম ইয়েমেনের আল-হুদাইদাহ প্রদেশের উপকূলে কামরান দ্বীপেও ৪টি বিমান হামলা পরিচালিত হয়েছে। সম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে এটি ছিল আমেরিকান বাহিনীর সবচেয়ে তীব্র বোমা হামলাগুলির একটি।
যুক্তরাষ্ট্র তাদের হামলার উদ্দেশ্য হিসেবে দাবি করেছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা দুর্বল করা, বিশেষ করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইউনিটগুলোর ধ্বংস করা।
সূত্র: প্রেস টিভি
প্রকাশিত: | By Symul Kabir Pranta