শর্টস ভিডিও নির্মাতাদের জন্য ইউটিউবের সুখবর
শর্টস ভিডিও নির্মাতাদের জন্য নতুন সুখবর দিয়েছে ইউটিউব। ভিডিও সম্পাদনার প্রক্রিয়া আরও সহজ করতে নতুন পাঁচটি টুল যুক্ত করতে যাচ্ছে ইউটিউব। এক ব্লগ পোস্টে ইউটিউব জানিয়েছে, শর্টস এডিটরে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে।
নতুন এই সুবিধার মাধ্যমে বিল্ট-ইন ভিডিও এডিটরের সাহায্যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দৃশ্যের ধরন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে গান, সুর এবং বার্তা যোগ করা যাবে। এছাড়া শর্টস ভিডিও টেমপ্লেটে ছবি ও ভিজ্যুয়াল ইফেক্ট যোগ করার পাশাপাশি ফোনের গ্যালারি থেকে ছবি নিয়ে বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে কাস্টম স্টিকার তৈরি করা যাবে।
নতুন টুলগুলো চালু হলে নির্মাতারা দ্রুত ভালো মানের মিউজিক ভিডিও শর্টস তৈরি করতে সক্ষম হবেন। তবে টুলগুলোর নির্দিষ্ট সময়সূচি এখনও জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, শিগগিরই পর্যায়ক্রমে এগুলো চালু হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta