দু-এক বছরের মধ্যে ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে: বিডা চেয়ারম্যান
বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশে ১৫ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে।
বুধবার রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনের সমাপ্তি অনুষ্ঠানে তিনি এই তথ্য তুলে ধরেন।
আশিক চৌধুরী মন্তব্য করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কর্মসংস্থান ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনও অমিল থাকা উচিত নয়।
তিনি আরও বলেন, “যে দলই সরকার গঠন করুক, বিডা বিনিয়োগের স্বার্থে কিছু পরিবর্তন করতে চায় না। এই লক্ষ্য নিয়ে সব রাজনৈতিক দলকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।”
আশিক চৌধুরী জানান, বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন। ফার্মাসিউটিক্যাল, লাইট ইঞ্জিনিয়ারিং, এবং আইটি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন সম্মেলনে অংশ নেওয়া উদ্যোক্তারা।
বিডা চেয়ারম্যান বলেন, “চীনের হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। তাদের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে এর মাধ্যমে ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে।”
এছাড়া, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের কাছে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের আগ্রহ দেখিয়েছে বিশ্ববন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। এই উদ্যোগে বাংলাদেশ পূর্ণ সহযোগিতা প্রদান করবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta