২০৩০ সালের মধ্যেই মানবসদৃশ বুদ্ধিমত্তার এআই আসার সম্ভাবনা রয়েছে
২০২৯ থেকে ২০৩০ সালের মধ্যেই মানুষের সমতুল্য বুদ্ধিমত্তাসম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial General Intelligence বা এজিআই) বিকাশ লাভ করতে পারে। গুগল ডিপমাইন্ড জানিয়েছে, এটি মানবজাতির জন্য একটি গুরুতর হুমকি হয়ে উঠতে পারে।
সম্প্রতি প্রকাশিত এক গবেষণা রিপোর্টে ডিপমাইন্ড সতর্ক করে বলেছে, এজিআই যদি ভুলভাবে পরিচালিত হয় কিংবা অপব্যবহারের শিকার হয়, তাহলে তা মানব সভ্যতার টিকে থাকার জন্য বিপজ্জনক হতে পারে। যদিও তারা স্পষ্টভাবে বিপদের ধরন ব্যাখ্যা করেনি, বরং কীভাবে এসব ঝুঁকি মোকাবিলা করা যায়, তা নিয়েই বিশদভাবে আলোচনা করেছে।
প্রতিবেদনে এজিআই সংশ্লিষ্ট ঝুঁকিগুলো চারটি ভাগে ভাগ করা হয়েছে—অপব্যবহার, ভুল সিদ্ধান্ত গ্রহণ, প্রযুক্তিগত সমস্যা এবং কাঠামোগত জটিলতা। এর মধ্যে সবচেয়ে গুরুত্ব পেয়েছে অপব্যবহার রোধ করার কৌশল।
ডিপমাইন্ডের প্রধান নির্বাহী ডেমিস হাসাবিস পূর্বে বলেন, আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যেই এজিআই বাস্তব রূপ নিতে পারে। এজন্য তিনি জাতিসংঘের আদলে একটি বৈশ্বিক তদারকি সংস্থা গঠনের প্রয়োজনীয়তার কথা বলেন, যেন সিইআরএন বা আইএইএ-এর মতো গবেষণা ও নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে।
এজিআই হলো এমন একধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা, যা শুধু নির্দিষ্ট কোনো কাজ নয়, বরং মানুষের মতো নানা জটিল কার্যক্রম শেখা, বিশ্লেষণ ও বাস্তবায়ন করতে সক্ষম হবে। এ কারণেই এটি প্রচলিত এআই থেকে ভিন্ন।
বিডিপ্রতিদিন/কবিরুল
প্রকাশিত: | By Symul Kabir Pranta