ভারতে বাংলাদেশি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১ নিহত, ১৫ আহত
ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক দুর্ঘটনায় পড়েছে। এই ঘটনায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার শিকার বাসটির বেশিরভাগ যাত্রীই বাংলাদেশি তীর্থযাত্রী ছিল বলে জানা গেছে।
রোববার (৬ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছে রাজ্যটির বিভিন্ন সংবাদমাধ্যম। প্রতিবেদনের মতে, সকাল বেলা ভুবনেশ্বরের উত্তরচকে এ দুর্ঘটনা ঘটে।
ওড়িশার সংবাদমাধ্যম ওমকম নিউজ জানিয়েছে, নিহত ব্যক্তি একজন বাংলাদেশি নাগরিক। তবে, তার নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি।
ওড়িশা টিভি জানিয়েছে, নিহতের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন।
সূত্রে জানা গেছে, বাসে ৭০ জনের মতো যাত্রী ছিলেন এবং বেশিরভাগই বাংলাদেশি তীর্থযাত্রী। তারা পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুরের মাধ্যমে ভারত সফর করছিলেন এবং কাশির বিশ্বনাথ মন্দির পরিদর্শন করে পুরিতে যাচ্ছিলেন।
ওড়িশা টিভির খবরে বলা হয়েছে, উত্তরচকের কাছে গিয়ে বাসটি চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
প্রকাশিত: | By Symul Kabir Pranta