ইসরায়েল সফরে গিয়ে অপমানিত দুই ব্রিটিশ মহিলা এমপি
ইসরায়েল সফরের অংশ হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের অফিসিয়াল সফরে গিয়ে ইসরায়েলে প্রবেশের অনুমতি পাননি দুই নারী এমপি, আবতিসাম মোহাম্মদ এবং ইউয়ান ইয়াং। তাদেরকে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে সহকারীসহ ফেরত পাঠিয়ে দেয় ইসরায়েলি জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ। (সূত্র: বিবিসি, টাইমস অব ইসরায়েল)
এ ঘটনায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে সমালোচনা করেন। তিনি বলেন, ‘এটা অগ্রহণযোগ্য, বিপরীতমুখী এবং অত্যন্ত উদ্বেগজনক।’ তিনি আরও বলেন, ‘আমি ইসরায়েলি সরকারের কাছে স্পষ্ট জানিয়ে দিয়েছি, ব্রিটিশ সংসদ সদস্যদের সঙ্গে এমন আচরণ একেবারেই মেনে নেওয়া যায় না।’
তবে ইসরায়েলি জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রিটিশ এমপিদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে কারণ তারা ইসরায়েলের বিরুদ্ধে ‘ঘৃণামূলক বক্তব্য প্রচারের উদ্দেশ্যে’ সেখানে গিয়েছিলেন।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, লুটন থেকে বিমানে বেন গুরিয়ন বিমানবন্দরে শনিবার (৫ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে অবতরণ করেন এমপিরা। তাদের সঙ্গে ছিলেন দুই সহকারী।
বিমানবন্দরে নিরাপত্তা জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা ব্রিটিশ পার্লামেন্টের একটি অফিসিয়াল প্রতিনিধিদলের অংশ হিসেবে ইসরায়েল সফরে এসেছেন। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, তাদের কাছে এ ধরনের সফরের অনুমোদন ছিল না।
ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, তাদের সফরের উদ্দেশ্য ছিল ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কার্যক্রম পর্যবেক্ষণ এবং ‘ইসরায়েলবিরোধী ঘৃণা প্রচার।’
এরপর ইসরায়েলি স্বরাষ্ট্রমন্ত্রী মোশে আর্বেল তাদের প্রবেশ বাতিল করে ফেরত পাঠানোর নির্দেশ দেন।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এমপিদের সফরটি একটি সংসদীয় প্রতিনিধিদলের অংশ ছিল।
ডেভিড ল্যামি আরও বলেছেন, ‘যুক্তরাজ্য সরকারের এখন মূল লক্ষ্য গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, রক্তপাত বন্ধে আলোচনা শুরু এবং গাজায় চলমান সংঘাতের অবসান।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta