রায়গঞ্জে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ নিহত, ৫ আহত
সিরাজগঞ্জের রায়গঞ্জে মুরগী বহনকারী ট্রাক এবং যাত্রীবাহী অটোভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আরও ৫ যাত্রী আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জের ভুইয়াগাতী পল্লী বিদ্যুতের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন উল্লাপাড়া উপজেলার ডেফলবাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মেরাজুল ইসলাম (১২) এবং সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার সাহা (৫৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, মুরগীবাহী ট্রাকটি ঢাকা থেকে বগুড়া যাচ্ছিল। পল্লী বিদ্যুতের সামনে পৌঁছালে ভুইয়াগাতী থেকে ঘুরকাগামী যাত্রীবাহী অটোভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যান শিশু মেরাজুল ইসলাম এবং সুশান্ত কুমার সাহা। আহত হন আরও ৫ যাত্রী।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta