সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ
কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিবের বাসভবনে স্থানীয় জনগণ হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে জানা গেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শনিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বসুয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ।
স্থানীয়দের ভাষ্য, বেলা সাড়ে ১১টার দিকে পদুয়া রাস্তার মাথা এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রনিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন সাবেক রেলমন্ত্রীর ভাতিজা আব্দুল আউয়াল সুমন। এই খবর ছড়িয়ে পড়ার পর, বিকেলে স্থানীয়রা বিক্ষোভ মিছিল বের করে এবং পরে উত্তেজিত জনতা মুজিবুল হকের বাড়িতে হামলা চালায়, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম জানান, শনিবার সকালে আহসান উল্লাহর নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রনির ওপর হামলা হয়। এই ঘটনার প্রতিবাদে তারা পদুয়া বাজারে বিক্ষোভ করেন। এরপর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে মুজিবুল হকের বাড়িতে হামলা চালায়। তিনি দাবি করেন, এ ঘটনায় ছাত্রশিবির বা জামায়াতের কোনো কর্মী জড়িত নন।
চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta