ঈদের ছুটিতে ঢাকা ত্যাগ করেছেন ১ কোটি সিমধারী, ফিরেছেন ৪৪ লাখ।
ঈদুল ফিতরের ৯ দিনের ছুটিতে ঢাকা ছেড়েছেন ১ কোটি ৭ লাখ সিমধারী (একক মানুষ)। ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সাত দিনে ১ কোটি ৭ লাখ ২৯ হাজার ১৫৫ সিমধারী রাজধানী ঢাকা ত্যাগ করেছেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার ফেসবুক পোস্টে এই তথ্য প্রকাশ করেছেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বিটিআরসির বরাত দিয়ে জানিয়েছেন, ‘ঈদের সাত দিনে ১ কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছাড়েন, আর ৪৪ লাখ সিমধারী ঢাকায় ফিরেছেন।’
তার দেওয়া তথ্য অনুযায়ী, ২৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ৭৭ লাখ ৪৫ হাজার ৯৮৫ সিমধারী ঢাকা ছাড়েন। এরপর ১ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ২৯ লাখ ৮৩ হাজার ১৭০ সিমধারী ঢাকা ত্যাগ করেন। সবচেয়ে বেশি, ২৩ লাখ ৯৪ হাজার ৪৬১ সিমধারী ৩০ মার্চ ঢাকা ছাড়েন। এই সাত দিনে ঢাকায় ফিরেছেন ৪৪ লাখ ৪০ হাজার ২৭৯ সিমধারী।
প্রকাশিত: | By Symul Kabir Pranta