সৌদিতে বাড়ি ভাড়া দিতে অস্বীকৃতি জানিয়েছে ৯ এজেন্সি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী)।
রোববার দুপুরে ভারতের রণঘাট কোম্পানির পক্ষ থেকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির হাতে তুলে দেওয়া হয়।
এদিকে, মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর বিওপির পৃথক অভিযান থেকে বিজিবি তিন নারীসহ মোট ছয়জনকে আটক করেছে।
আটককৃতদের মধ্যে গোপালগঞ্জের বড় ভোমরাশুড় গ্রামের তাপস বিশ্বাসের ছেলে তীর্থ বিশ্বাস (১৯) এবং বিদ্যুৎ কুমার বিশ্বাসের ছেলে অরিন্দম বিশ্বাস (১৫) রয়েছেন।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিজিবির মাটিলা বিওপি এবং ভারতীয় বিএসএফের রণঘাট কোম্পানির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার সুবেদার শরীফ মনিরুজ্জামান, এবং বিএসএফের পক্ষ থেকে এসি অভিষেক কুমার নেতৃত্ব দেন। বৈঠক শেষে বিএসএফ আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।
উভয় বাহিনীর কর্মকর্তারা সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা এবং সৌহার্দ্য বজায় রাখার অঙ্গীকার করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, আটক নারী ও শিশুকে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে, এবং বাকি আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta