আজ ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধি দল
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দল আজ ঢাকায় আসছে, ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির অর্থ ছাড়ের আগে বিভিন্ন শর্ত পর্যালোচনার উদ্দেশ্যে।
সফরের দ্বিতীয় দিন, রোববার (৬ এপ্রিল) সকালে তারা অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসবে।
অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে নির্ধারিত শর্তগুলোর বাস্তবায়ন কতটা হয়েছে, তা যাচাই করতেই দলটি আজ ঢাকায় পৌঁছাবে। প্রতিনিধিরা ৬ এপ্রিল থেকে পরবর্তী দুই সপ্তাহ ধরে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবে।
এই সময়ে তারা অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে।
বৈঠক শেষে ১৭ এপ্রিল একটি সংবাদ সম্মেলন করবে সফররত আইএমএফ দল। তবে তার আগে একই দিন সকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৩০ জানুয়ারি শুরু হওয়া ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশ ইতোমধ্যে তিন কিস্তিতে ২৩১ কোটি ডলার পেয়েছে। এখনো বাকি রয়েছে ২৩৯ কোটি ডলার। চতুর্থ কিস্তির অর্থ ছাড়ে কিছু জটিলতা দেখা দিলেও, সরকার আশা করছে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ জুন মাসে একসঙ্গে পাওয়া যাবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta