আজ থেকে ব্যাংক লেনদেন হবে স্বাভাবিক নিয়মে
ঈদুল ফিতর উপলক্ষে ৯ দিনের দীর্ঘ ছুটি শেষে আজ থেকে খুলছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য সব ধরনের অফিস। রমজান শেষে ব্যাংকগুলোর অফিস এবং লেনদেনের সময়সূচি আবার আগের মতো হতে চলেছে।
রোববার (৬ এপ্রিল) থেকে ব্যাংক লেনদেন শুরু হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে ব্যাংক অফিস চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাকি সময় লেনদেনের পর ব্যাংকের অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে।
শেয়ারবাজারের লেনদেনও বন্ধ ছিল। দীর্ঘ ছুটির পর আজ সকাল থেকে ব্যাংক, বিমা এবং শেয়ারবাজারের কার্যক্রম শুরু হবে। রোজার সময়ের পরিবর্তে এখন থেকে স্বাভাবিক সূচিতে ফিরে আসবে লেনদেন।
এর আগে রমজান মাসে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছিল বাংলাদেশ ব্যাংক। রোজার সময়ে ব্যাংক লেনদেন হয় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। অফিসের সময় ছিল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা। এই সময়ে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি ছিল। বাকি সময় লেনদেন পরবর্তী অন্যান্য কার্যক্রম চলত।
গত ২৭ মার্চ ছিল ব্যাংক, বিমা এবং শেয়ারবাজারের সর্বশেষ কার্যদিবস। এরপর ঈদুল ফিতর এবং বিশেষ ছুটির কারণে শনিবার পর্যন্ত সব কার্যক্রম বন্ধ ছিল।
প্রকাশিত: | By Symul Kabir Pranta