বাণিজ্য পরামর্শক
যুক্তরাষ্ট্র কর্তৃক নির্ধারিত নতুন শুল্ক হার সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে সরাসরি আলোচনা করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ শনিবার রাত ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
এর আগে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন শুল্ক ইস্যু নিয়ে জরুরি সভা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের সবচেয়ে বড় শক্তি প্রধান উপদেষ্টা। তিনিই শুল্ক বিষয়ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে সরাসরি আলোচনা করবেন।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক হার নিয়ে উদ্বেগের কিছু নেই।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta