নবীগঞ্জে ঈদের জামায়াতে পর্তুগাল প্রবাসীর হামলায় আহত দুবাই প্রবাসী মারা গেছে
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ইনামবাঐ গ্রামে ঈদের জামাতকে কেন্দ্র করে সংঘর্ষে আহত দুবাই প্রবাসী মামদ আলী (৬০) তিন দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ৩টায় মৃত্যুবরণ করেছেন।
পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুরনো বিরোধের জের ধরে ঈদের দিন (৩১ মার্চ) নামাজ শেষে বাড়ি ফেরার সময় মামদ আলীকে তার ভাতিজা পর্তুগাল প্রবাসী রাজু মিয়া, সাবাজ আলীর ছেলে ছানু মিয়া, এবং তার ছেলে সোহান মিয়াসহ ৬-৭ জন মিলে ধারালো অস্ত্র ও কাঠের রুল দিয়ে হামলা চালিয়ে মারধর করে।
এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তার মেয়ে তানিয়া আক্তার (২৫) বাবাকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং মামদ আলীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে উপজেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাতেই ওসি (তদন্ত) দুলাল মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে। শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মেয়ে তানিয়া বেগম বলেন, রাজু মিয়া পর্তুগালে থাকে, সে যে কোনো সময় পালিয়ে যেতে পারে। তাই দ্রুত তাকে এবং জড়িতদের গ্রেফতার করার দাবি জানাচ্ছি।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, বিষয়টি তদন্তাধীন। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta