মিনি জাফলংয়ে গোসল করতে গিয়ে সাদাতের মৃত্যু
বগুড়ার শেরপুরে 'মিনি জাফলং' এলাকায় গোসল করতে গিয়ে সাদাত হোসেন (১২) নামে এক শিশু প্রাণ হারিয়েছে। শুক্রবার (আজ) সকাল ৮টার দিকে সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে বাঙালি নদীতে এই দুঃখজনক ঘটনা ঘটে।
নিহত সাদাত হোসেন বগুড়ার ধুনট উপজেলার বিল চাপড়ি গ্রামের ইকবাল হোসেনের ছেলে ছিল।
সাদাতের নানা মোখলেছুর রহমান জানান, ঈদের ছুটিতে নাতি তার বাড়ি শেরপুর উপজেলার সূত্রাপুর এলাকায় বেড়াতে আসে। শুক্রবার সকালে সাদাত 'মিনি জাফলং' নামে পরিচিত বাঙালি নদীতে কয়েকজন বন্ধুর সঙ্গে গোসল করতে গিয়েছিল। এ সময় পা পিছলে পড়ে নদীর স্রোতে ভেসে যায় এবং গভীরে ডুবে যায়।
পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে শিশুটিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা শাহিনুল ইসলাম নাইস জানান, সাদাত অল্প পানিতে গোসল করতে গিয়ে পা পিছলে পড়ে এবং স্রোতের টানে তলিয়ে যায়। সাঁতার না জানার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং দ্রুত শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
প্রকাশিত: | By Symul Kabir Pranta