পালিয়ে যাওয়া সাবেক ৪ মন্ত্রী এক ফ্রেমে দেখা গেল
৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি ও নেতারা গা ঢাকা দেন। তাদের মধ্যে কেউ কেউ বিভিন্ন দেশে অবস্থান করলেও একসঙ্গে একাধিক নেতা কখনও দেখা যায়নি। এবার যুক্তরাজ্যে সাবেক সরকারের চার মন্ত্রী একত্রিত হয়েছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) যুক্তরাজ্যের একটি হাসপাতালে তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পরবর্তীতে তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
সাবেক মন্ত্রীরা হলেন আব্দুর রহমান, হাছান মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী এবং শফিকুর রহমান চৌধুরী।
সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে মঙ্গলবার (১ এপ্রিল) সেখানে গিয়েছিলেন এই নেতারা।
এটা উল্লেখযোগ্য যে, এর আগেও তারা যুক্তরাজ্য আওয়ামী লীগের নানা অনুষ্ঠানে আলাদাভাবে উপস্থিত হলেও ছাত্র-জনতার আন্দোলনের পর এই প্রথম একসাথে তাদের দেখা গেল।
প্রকাশিত: | By Symul Kabir Pranta