সাবেক নৌ কমান্ডারকে অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান নিযুক্ত করলেন নেতানিয়াহু।
ইসরায়েলের শিন বেট গোয়েন্দা সংস্থার নতুন প্রধান হিসেবে সাবেক নৌ কমান্ডার এলি শারভিটকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এই তথ্য সোমবার নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশ করা হয়। যদিও সুপ্রিম কোর্ট সরকারের পক্ষ থেকে পদত্যাগে প্রচেষ্টার বিষয়টি স্থগিত করেছে।
নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সাতজন প্রার্থীর সাক্ষাৎকারের পর সাবেক নৌ কমান্ডার অ্যাডমিরাল রিজার্ভিস্ট এলি শারভিটকে শিন বেটের নতুন পরিচালক হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
এতদিন শিন বেটের প্রধান রোনেন বার ছিলেন, যাকে পূর্ববর্তী সরকার নিয়োগ দিয়েছিল। সম্প্রতি তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
সূত্র : ফ্রান্স২৪।
প্রকাশিত: | By Symul Kabir Pranta