স্পেনে উদ্দীপনা ও আনন্দে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন
স্পেনসহ ইউরোপের অন্যান্য দেশে ঈদুল ফিতর আনন্দ ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হয়েছে। রবিবার, স্থানীয় সময়, স্পেনে বসবাসরত প্রবাসী মুসলিম বাংলাদেশিরা ঈদুল ফিতর নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে পালন করেছেন।
স্পেনের মাদ্রিদ, বার্সেলোনা, কানারিয়া দ্বীপপুঞ্জের টেনেরিফসহ বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করেন এবং একে অপরের বাড়িতে গিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। রবিবার ঈদের দিন হওয়ায় স্পেনের স্কুল কলেজ বন্ধ ছিল, যা শিশু কিশোরদের জন্য বাড়তি ঈদের আনন্দ নিয়ে এসেছে।
মাদ্রিদ
স্পেনের বৃহত্তম মসজিদ ‘সেন্ত্র কুলতুরাল ইসলামিকো দে মাদ্রিদ’ (‘এমে তেরেন্তা’) মসজিদে সকাল সাড়ে ৮টায় দেশটির সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। লাভাপিয়েস এলাকা সংলগ্ন ক্যাসিনো পার্কে বাংলাদেশি মুসলিম কমিউনিটির আয়োজনে দুইটি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয় জামাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে অনেক মহিলা অংশগ্রহণ করেন।
বার্সেলোনা
বার্সেলোনার বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর মসজিদগুলোতেও ঈদের নামাজের কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে প্রবাসী বাংলাদেশিরা ঈদের আনন্দ একে অপরের সঙ্গে ভাগ করেছেন। শাহ জালাল জামে মসজিদে সকাল ৮টা, ৯টা ৩০ মিনিট ও ১০টা ৩০ মিনিটে তিনটি জামাত এবং কাম্পো রিকার্ট মাঠে মোট চারটি জামাত অনুষ্ঠিত হয়। লতিফিয়া ফুলতলী জামে মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে, প্রথমটি সকাল ৮টায় এবং দ্বিতীয়টি ৯টা ২০ মিনিটে। দারুল আমাল জামে মসজিদে মোট চারটি জামাত অনুষ্ঠিত হয়।
বার্সেলোনা কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন মসজিদে আরও জামাত অনুষ্ঠিত হয়েছে এবং মুসলিমরা নামাজ শেষে খুতবায় বিশ্বের সকল নির্যাতিত মুসলমানদের জন্য শান্তি কামনা করেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta