রবিবার, ৬রা এপ্রিল ২০২৫

দেশে তাপমাত্রা ৪১.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে

দেশে তাপমাত্রা ৪১.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে - জাতীয়
দেশে তাপমাত্রা ৪১.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে

চৈত্র মাসের মাঝামাঝি সময় থেকে বেড়েছে ভ্যাপসা গরমের তীব্রতা এবং তাপমাত্রার মাত্রাও বাড়ছে। এই পরিস্থিতিতে এপ্রিল মাসে দেশে ২ থেকে ৪টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং ১ থেকে ২টি তীব্র (৪০-৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ তৈরি হতে পারে, এর মধ্যে ১টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানানো হয়েছে।

বিভিন্ন মডেল পূর্বাভাস, আবহাওয়া উপাত্ত, ঊর্ধ্বাকাশের পরিস্থিতি, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষণ এবং জলবায়ু মডেল পর্যালোচনা করে এপ্রিল মাসের জন্য এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিসের বিশেষজ্ঞ কমিটি।

আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। ৫ থেকে ৭ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি এবং ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।

এছাড়া এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

নদ-নদীর অবস্থার বিষয়ে বলা হয়েছে, এপ্রিল মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ থাকতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে এই অঞ্চলের নদ-নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে।

প্রকাশিত: | By Symul Kabir Pranta

আজকের সর্বশেষ