লন্ডনের কিংসমেড মাঠে ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান
লন্ডনে স্থানীয় সময় সকাল ৯টার দিকে কিংস্টন এলাকার কিংসমেডাও স্টেডিয়ামে ঈদের নামাজে অংশগ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পশ্চিম লন্ডনের সবচেয়ে বড় খোলা মাঠে ঈদের জামাতে যোগ দিতে তিনি সকাল ৯টার কিছু সময় পরে মাঠে উপস্থিত হন।
তারেক রহমানের সাথে ছিলেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ড. এজেডএম জাহিদ হোসেন এবং যুক্তরাজ্য বিএনপি নেতা কামাল উদ্দিন। এছাড়া, সেখানে উপস্থিত ছিলেন বিএনপির বেশ কিছু নেতা-কর্মী।
আগের দিন থেকেই জানা গিয়েছিল, আবহাওয়া অনুকূল থাকলে তারেক রহমান এই খোলা মাঠে ঈদের নামাজে অংশগ্রহণ করবেন। তবে, আবহাওয়া খারাপ হলে তিনি কিংস্টন মসজিদে নামাজ পড়তেন।
ঈদের নামাজ শেষে, তারেক রহমান লন্ডনের বিভিন্ন এলাকা থেকে আসা কমিউনিটি ব্যক্তিত্ব এবং বিএনপি নেতাদের সাথে কুশলাদি ও কোলাকুলি করেন।
এদিকে, প্রায় দশ বছর পর তারেক রহমান মা খালেদা জিয়ার সাথে ঈদ উদযাপন করেন। বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য ৮ জানুয়ারি লন্ডনে আসেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta