আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ গ্রহণ করবে না
আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ গ্রহণ করবে না, আওয়ামী লীগের অধ্যায় ৩৬ জুলাই সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এটি পুনরায় চালু করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২১ মার্চ) তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এই মন্তব্য করেন।
ফেসবুক বার্তায় তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সকল স্তরের জনগণকে সংযত, সতর্ক এবং একতাবদ্ধ হয়ে দল-মতের ঊর্ধ্বে গিয়ে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।
ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহর বিশেষ মেহেরবাণীতে আমরা পবিত্র রমাদান মাস অতিক্রম করছি। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত অতিক্রম করছে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর ২৪-এর ৩৬ জুলাই আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, যা মহান আল্লাহর বিশেষ দান। এজন্য তার প্রতি অসংখ্য শুকরিয়া।
তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদীরা ষড়যন্ত্র করছে। বাংলাদেশের ১৮ কোটি নির্যাতিত মানুষের দাবি হচ্ছে, গণহত্যার বিচার, শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত এবং পঙ্গু ছাত্র, যুবক, মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িতদের চিকিৎসা এবং সুষ্ঠু নির্বাচনসহ ১৫ বছরের সৃষ্ট সমস্যাগুলোর মৌলিক সংস্কার।
তিনি আরও বলেন, জনগণ প্রথমেই গণহত্যার বিচার দেখতে চায়। এর বাইরে কিছু ভাবার সুযোগ নেই। আমরা সকল জনগণকে সংযত, সতর্ক এবং একতাবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি, যেন তারা দল-মতের ঊর্ধ্বে গিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করে।
এ সময় তিনি আল্লাহর কাছে দোয়া এবং সাহায্য কামনা করেন, যাতে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব হয়।
বিআরইউ
প্রকাশিত: | By Symul Kabir Pranta