রায়ের কপি পাওয়ার পর ইশরাকের গেজেট প্রকাশ করবে ইসি
আদালতের রায়ের কপি পাওয়ার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঘোষণা করে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৭ মার্চ) নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে আদালত থেকে ঘোষণার পর ইসি সচিব জানান, আদালতের রায়ের প্রতি সম্মান জানিয়ে আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে কারচুপি এবং পুনরায় ভোটের দাবিতে করা মামলায় সাবেক মেয়র ফজলে নূর তাপসের ফলাফল বাতিল করে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করে আজ (২৭ মার্চ) রায় দেয় নির্বাচনী ট্রাইব্যুনালের ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন হয়। দুই সিটিতে সব কেন্দ্রেই ইভিএমে ভোট গ্রহণ হয়েছিল। দক্ষিণ সিটির ১,১৫০ কেন্দ্রের মধ্যে শেখ ফজলে নূর তাপস পান ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট, আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী ইশরাক হোসেন পান ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট। এরপর ইশরাক হোসেন নির্বাচন ঘিরে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ করেন।
পরে ৩ মার্চ ওই নির্বাচনের ফল বাতিলের জন্য নির্বাচন ট্রাইব্যুনালে দায়ি ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে মামলা করেন ইশরাক হোসেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta