'নির্বাচন হলে বিএনপি এককভাবে ৯০ শতাংশের বেশি আসন পাবে'
বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, বিএনপি একাই ৯০ শতাংশের বেশি আসন পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশিদ। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
হারুনুর রশিদ বলেন, কিছু নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে সংস্কারের নামে। কেউ বলছে, আগে শেখ হাসিনার বিচার হোক, তারপর নির্বাচন। আবার কেউ বলছে, আগে সংস্কার শেষ হতে হবে, তারপর নির্বাচন। সরকার গঠনের ৮ মাস পার হয়ে গেল, কিন্তু কোনো সংস্কার হয়নি। যদি আমরা নিজেদের মধ্যে পরিবর্তন না আনি, তাহলে বাইরে থেকে কোনো পরিবর্তন আসবে না। বাংলাদেশের মূল সমস্যা হলো সঠিক নির্বাচন না হওয়া। বাংলাদেশের পুলিশ ও প্রশাসন নির্বাচনে পক্ষপাতিত্ব করে এবং সরকারের পক্ষে কাজ করে। যদি এই পরিস্থিতি বন্ধ হয় এবং সঠিক নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে সেটিই জনগণের চাহিদা, সেটিই জনগণ চায়।
তিনি আরও বলেন, বাংলাদেশে কিছু নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে, যারা এখনো নিবন্ধন পায়নি। তারা নির্বাচনে কোনো প্রতীকও পাবে না, তবে তারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে। তারা বিএনপিকে ও মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করছে।
বিএনপির এই নেতা বলেন, গত জুলাই-আগস্টে বিশাল রক্তপাতের মধ্য দিয়ে একটি পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনকে কেন্দ্র করে কিছু গোষ্ঠী নানা ধরনের প্রচারণা চালাচ্ছে। যদি ৭১ সালে বাংলাদেশ স্বাধীন না হত এবং ৪৭ সালে ভারত থেকে বিভক্ত হয়ে পাকিস্তান না তৈরি হত, তবে আজ আমাদের মানচিত্র ও পতাকা থাকত না, এবং জুলাই-আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা কিছু অর্জন করতে পারতাম না। সুতরাং, আজকের পরিস্থিতিতে যদি বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে ৯০ শতাংশের বেশি আসন একাই বিএনপি পাবে এবং বিএনপি এককভাবে নির্বাচিত হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান, সহ-সভাপতি মিম ফজলে আজিম প্রমুখ।
প্রকাশিত: | By Symul Kabir Pranta