তারা চায় দখলদারির স্বাধীনতা: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট আমরা নতুনভাবে স্বাধীন হয়েছি, কিন্তু যারা এতদিন আপস করে রাজনীতি করেছেন, তাদের কাছে হয়তো এটি স্বাধীনতা মনে হয় না।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে নাহিদ বলেন, ‘যারা গত ১৫-১৬ বছর ধরে নিপীড়িত এবং নির্যাতিত হয়েছেন, তাদের জন্য এটি অবশ্যই স্বাধীনতা। ৫ আগস্ট আমরা নতুনভাবে স্বাধীন হয়েছি।’
তিনি আরও বলেছেন, ‘যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ন ছিল, যারা বিরোধী রাজনীতির নামে আপস করেছেন, তাদের কাছে হয়তো এটি স্বাধীনতা মনে হয় না। কারণ তারা আগেও স্বাধীন ছিলেন, এখনো স্বাধীন। তাদের কাছে প্রথম বা দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ নয়, তাদের কাছে যা গুরুত্বপূর্ণ তা হলো লুটপাটের স্বাধীনতা।’
এনসিপির আহ্বায়ক আরও বলেন, জুলাই মাসে ঘটে যাওয়া অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে একটি স্বাধীন এবং সার্বভৌম পররাষ্ট্র নীতি প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে জাতীয় স্বার্থ প্রাধান্য পাবে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান। তার পর থেকে দেশ আবার স্বাধীন হয়েছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta