ভোগাই নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৩ ড্রেজার ধ্বংস, ৬ লরি জব্দ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য নদীর পাড় ভেঙে গভীর গর্ত করে ১৩টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস এবং অবৈধ বালু পরিবহনের অপরাধে ৬টি লড়ি জব্দ করেছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এই অভিযানটি নালিতাবাড়ী উপজেলা প্রশাসন পরিচালনা করে।
সূত্রে জানা যায়, গোবিন্দনগর ও খালপাড় এলাকায় কিছু অসাধু বালু ব্যবসায়ী নদীর পাড় ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। এই অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় রাত ৮টা পর্যন্ত অভিযান চালানো হয়।
এ সময় ১৩টি মিনি ড্রেজার মেশিন হাতুড়ি দিয়ে পিটিয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি ৬টি লড়ি জব্দ এবং বালু উত্তোলনের জন্য নির্মিত ১৫টি বাঁশের মাচা ও অসংখ্য পাইপও ধ্বংস করা হয়।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী অভিযান চালিয়ে ১৩টি ড্রেজার ধ্বংস, ৬টি লড়ি জব্দ, ১৫টি বাঁশের মাচা ও অনেক পাইপ ধ্বংস করা হয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta