ঝিনাইদহে পুকুর থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার
ঝিনাইদহ সদরের সোনাদহ বিল থেকে ৭৫ বছর বয়সী আব্দুল লতিফের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) সকালে দেহটি উদ্ধার করা হয়।
তিনি গোয়ালপাড়া গ্রামের আইনুদ্দিন মণ্ডলের ছেলে ছিলেন। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ভোর রাতে আব্দুল লতিফ ঘর থেকে বেরিয়ে পাশের সোনাদহ বিলে মাছ ধরতে যান, কিন্তু তিনি আর বাড়ি ফিরে আসেননি।
পরে সকালে কৃষকরা বিলে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেন। এরপর পুলিশ তার পরিবারের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করে।
ওসি আরও জানান, মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, এবং ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta